Sylhet View 24 PRINT

সিলেটে ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিষদ মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৯ ২১:৩২:১৫

সিলেট :: বাংলাদেশ ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) সকাল ১১টায় সিলেট নগরীর চৌহাট্টস্থ শ্রীশ্রী ভোলানন্দ গিরি আশ্রমে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহবায়ক বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. কানাই লাল চক্রবর্তী বলেন, সনাতন ধর্মীয় সকল সম্প্রদায়ের সামগ্রিক উন্নতি এবং ব্রাহ্মণ পুরোহিতবৃন্দের আত্মোপলব্দির জন্য বেদচর্চা ও শাস্ত্রচর্চার প্রয়োজন। স্বদেশ প্রেমের স্বমহিমায় উদ্ভাসিত হয়ে স্ব স্ব সমাজের উন্নতির জন্য ব্রাহ্মণ পুরোহিতবৃন্দের বেদ-স্মৃতি অনুসারে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে।

বাংলাদেশ ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিষদ সিলেট বিভাগীয় আহবায়ক পিযুষ কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য, সংগঠনের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অহিন্দ্র কুমার চৌধুরী পিনাক, কেন্দ্রীয় মহাসচিব বিশ^জিৎ ভট্টাচার্য্য, ইউএনএফডি’র কনসালটেন্ট ড. বিপ্লব ব্যানার্জি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী স্বপন রায় চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য।

যোগেশ^র চক্রবর্তী পিন্টু ও শিব প্রসাদ ভট্টাচার্য্য নন্দনের যৌথ পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা কমিটির আহবায়ক এডভোকেট সন্তোষ কান্তি ভট্টাচার্য্য।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা ফনি ভ‚ষণ শর্মা ও তপন ভট্টাচার্য্য, সদস্য সচিব দেবব্রত ভট্টাচার্য্য, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট বিপ্রদাস ভট্টাচার্য্য, রতন মনি মোহন্ত, সিলেট মহানগর কমিটির আহবায়ক যশোদা নন্দন চক্রবর্তী, সদস্য সচিব কল্যাণ চক্রবর্তী অলন, যুগ্ম সদস্য সচিব মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না, জেলা কমিটির সদস্য সচিব নবীন কুমার ভট্টাচার্য্য, যুগ্ম সস্য সচিব অরিজিত কুমার চৌধুরী ও সুভাষ চক্রবর্তী, অধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী, অভিমন্যূ ভট্টাচার্য্য, অধ্যক্ষ দিপঙ্কর চৌধুরী, রঞ্জিত ভট্টাচার্য্য, রক্ষা বিজয় ভট্টাচার্য্য, রজত চক্রবর্তী, অশোক চক্রবর্তী, প্রমথ চক্রবর্তী, দীপঙ্কর শর্মা চৌধুরী, বিশ^জিৎ চক্রবর্তী সুমন, রিংকু ভট্টাচার্য্য, রিপন গোস্বামী, দেবাশীস চক্রবর্তী, অধ্যাপক রাকেশ শর্মা, জনার্দন গোস্বামী, যীষু শর্মা রাজু, কন্দর্প কেশব গোস্বামী প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় সিলেট বিভাগের ব্রাহ্মণ পুরোহিতবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জুলাই ২০১৯/প্রেবি/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.