Sylhet View 24 PRINT

সরকারের মূলকাজ হলো বাংলাদেশের সার্বিক বিকাশ: পরিকল্পনামন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৭ ১৮:২৯:৫৫

সুনামগঞ্জ প্রতিনিধি :: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের সরকারের মূলকাজ হলো বাংলাদেশের সার্বিক বিকাশ। শুধু সেতু কালভার্ট হাসপাতাল নয় এই গুলো প্রকল্প আমরা আরা গভীরে গিয়ে অন্তর থেকে পরিবর্তনের একটি বার্তা পৌঁছাতে চাচ্ছি। আমরা এটি একার পক্ষে সম্ভব নয় এজন্য সবার প্রয়োজন। এক্ষেত্রে সুনামগঞ্জে সাংবাদিকদের বিশাল অবদান রয়েছে। সাংবাদিকরা সমাজের দর্পন। তাই আমি মনেকরি আপনারা আপনাদের কাজ সঠিকভাবে পালন করবেন।

শনিবার সকালে সুনামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শামছুর নাহার বেগম শাহানা রব্বানীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সহধর্মনী অধ্যাপক জুলেখা মান্নান, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আইনজীবী সমিতির সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম প্রমুখ।

সাংবাদিক মাহবুবুর রহমান পীরের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন- জেলা প্রেসক্লাবেরর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ।



সিলেটভিউ২৪ডটকম/১৭ আগস্ট ২০১৯/এসএনএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.