Sylhet View 24 PRINT

ভয়াল ২১ আগস্টে সিলেট আওয়ামী লীগের আলোচনা সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২১ ১৩:৩৭:৩০

নিজস্ব প্রতিবেদক :: ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদের সভাপতিত্বে ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ, শাহ ফরিদ আহমদ, মহানগরের সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, আব্দুল খালিক, আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অধ্যাপক জাকির হোসেন, নাসির উদ্দিন খান প্রমুখ।
এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদ।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়ে ছিলো। সেদিন বঙ্গবন্ধুর কন্যা আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও ঘাতকদের গ্রেনেডে নিহত হন আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী। তিনি বলেন, তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এই হত্যাকাণ্ড হয়েছিল। গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে আহতদের সুস্থতা কামনা এবং স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সিলেটভিউ২৪ডটকম/২১ আগস্ট ২০১৯/এসএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.