Sylhet View 24 PRINT

সিলেট জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণিল উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৫ ২০:৩৮:৪১

সিলেট :: সিলেট জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক (অনুর্ধ্ব-১৭) ২০১৯ ও  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) ২০১৯ এর উদ্বোধন হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায়, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্নামেন্ট দুটির উদ্বোধন করা হয়।

জাঁকজমক পরিবেশে আকাশে রঙ-বেরঙের বেলুন উড়িয়ে টুর্নাামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আসলাম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার দেবজিৎ সিনহা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ। এসময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম, সিলেট জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সিলেটের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী ও কোষাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুবেদ আহমদ চৌধুরী শিপু, ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাসুক আহমদ, সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সমর চৌধুরী, জেলা দল নির্বাচক কমিটির সদস্য রিয়াজ উদ্দিন হেলাল ও সাবাজ উদ্দিন টিপু প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাহজাবিন জান্নাত মুমু এবং পবিত্র গীতা পাঠ করেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অদিতি ধর।

অনুষ্ঠানের প্রারম্ভেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মানার্থে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। তারপর সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে শুদ্ধস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনকারী দল কর্তৃক জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা ও উপজেলাসমূহের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।

সিলেটভিউ২৪ডটকম/১৫ সেপ্টেম্বর ২০১৯/প্রেবি/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.