Sylhet View 24 PRINT

কমলগঞ্জে মদন মোহনপুর চা বাগানে শ্রমিকদের ৭ঘন্টা কর্মবিরতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৬ ১৭:৫৮:৫২

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে মদন মোহনপুর চা বাগানে চার দফা দাবিতে শ্রমিকরা ৭ ঘন্টা কর্মবিরতি পালন করেছে।

সোমবার সকাল ৯ টা থেকে ৪টা পর্যন্ত চা বাগান শ্রমিকরা এ কর্মবিরতি পালন করেন।

জানা যায়, চা বাগানে শ্রমিকরা দীর্ঘদিন ধরে গাড়ি চালক, সর্দার, দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ও মিস্ত্রিদের পদোন্নতি প্রদান করা, বাগানের অস্থায়ী শ্রমিকদের মধ্য থেকে ১০ জন শ্রমিককে স্থায়ীকরা, সম্প্রতি সময়ে চা শ্রমিক প্রদীপ তাহার ও জয়দীফ তাহারকে অযৌক্তিকভাবে দেয়া অভিযোগপত্র প্রত্যাহারের দাবি। এছাড়া মাধবপুর চা বাগানের এক বাবুর নির্দেশে মদন মোহনপুর বাগানের প্লান্টেশন থেকে চুরি করে পাতি উত্তোলনের প্রতিবাদে ও দায়ী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এই কর্মবিরতি পালন করা হয়।

বিকাল চারটায় টা চা শ্রমিক ইউনিয়ন ও শ্রীমঙ্গলস্থ শ্রম অধিদপ্তরের কর্মকর্তা এবং চা বাগান ব্যবস্থাপক এর উপস্থিতিতে দাবি দাওয়া মেনে সমঝোতা বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহার করেন চা শ্রমিকরা।

মদন মোহনপুর চা বাগান ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম কর্মবিরতির কথা স্বীকার করে বলেন, চা বাগান শ্রমিকরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের একটা দাবি তোলে ধরেছেন। তাদের এই দাবি নিয়ে চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দসহ তাদের প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে।



সিলেটভিউ২৪ডটকম/১৬ সেপ্টেম্বর ২০১৯/জেএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.