Sylhet View 24 PRINT

চার বছরেও জুড়ীর বরইতলী কমিউনিটি ক্লিনিকের তালা খুলেনি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৭ ১৬:৩০:০৫

জুড়ী প্রতিনিধি :: নির্মাণের চার বছর পরেও তালা খোলা হয়নি মৌলভীবাজারের জুড়ী উপজেলার বরইতলী কমিউনিটি ক্লিনিকের। যে কারণে গর্ভবতী মা, শিশুসহ স্থানীয় বাসিন্দারা এর সুফল পাচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর অন্যতম অগ্রাধিকার প্রকল্পের আওতায় ২০১৫ সালে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের বরইতলী গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেয়া হয়। স্থানীয় বাসিন্দা গোপেশ্বর সিংহ ও তার ভাই নিকুঞ্জ সিংহের দানকৃত ৮শতাংশ ভূমিতে একই বছর ক্লিনিকের ভবন নির্মাণ কাজ শেষ হয়। কাজ শেষে ঠিকাদার স্বাস্থ্য বিভাগের নিকট তা হস্তান্তর করেন।

বরইতলী ও বাবুসিং গাঁও গ্রামের বাসিন্দা আব্দুর রহমান, শান্ত কুমার সিংহ, বারিক মিয়া, আনিছ উদ্দিন, প্রসনজিৎ সিংহ, আব্দুল মছব্বির, মইন উদ্দিন, ইছমাইল আলী, সাজিদুর রহমান প্রমুখ অভিযোগ করে বলেন, উক্ত গ্রামে ৭/৮হাজার মানুষের বসবাস। স্থানীয় চাহিদা বিবেচনায় সরকার ক্লিনিকটি স্থাপন করে দিলেও অজ্ঞাত কারণে চার বছর থেকে সেটি চালু হচ্ছেনা। জরুরী ভিত্তিতে ক্লিনিকটি চালুর দাবী জানান স্থানীয়রা।

এ বিষয়ে জুড়ী উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ বলেন, ‘এই ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি মাতৃত্বকালীণ ছুটিতে (ছয় মাস) আছেন। নভেম্বর মাসে ছুটি শেষ হলেই ক্লিনিকটি চালু করা হবে’।

এর আগে সাড়ে তিন বছর চলু হলনা কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেটা আমার জানা নেই, আমি নতুন যোগদান করেছি।



সিলেটভিউ২৪ডটকম/১৭ সেপ্টেম্বর ২০১৯/এমএএল/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.