Sylhet View 24 PRINT

সুনামগঞ্জে শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৮ ১৯:০০:৫১

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় শহরের শাপলা চত্ত্বরে জন্মদিন পালন করেন পৌর আওয়ামী লীগ।

পৌর মেয়র নাদের বখত এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সৈকতুল ইসলাম শওকতের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চান মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মোজায়ের আলী,শফিকুল ইসলাম,
অ্যাড. রাধাকান্ত, স্বেচ্ছাসেবকলীগেরসহ সভাপতি ঝন্টু তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক আহব্বয়ক আরিফ উল আলম, পৌর ছাত্রলীগের সভাতি
ইকবাল মাহমুদ শাহরিয়ার প্রমুখ।

সভাপতির বক্তব্যে পৌর মেয়র নাদের বখত বলেন, ১৫ আগস্টের কাল রাতে হায়নার দল বঙ্গবন্ধুসহ পরিবারের ১৭ জনকে নিশংসভাবে হত্যা করে। তারা ১১ বছরের অবুঝ শিশু রাসেলকে ছাড় দেয়নি। হত্যাকারীরা এখনও বিদেশে আত্মগোপনে আছে।

তাদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতে সরকারের প্রতি আহব্বান রাখেন তিনি।

পরে লোকদল শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় নৃত্য ও সৃষ্টি অভিনয় আবৃত্তি সংগঠনের পরিবেশনায় নাটক পরিবেশিত হয়।


সিলেটভিউ২৪ডটকম/১৮ অক্টোবর ২০১৯/এসএনএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.