Sylhet View 24 PRINT

আ.লীগে অনুপ্রবেশকারীর স্থান নেই: মাহমুদ উস সামাদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৯ ২১:৪৩:২৬

সিলেট :: সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি পরীক্ষিত সংগঠন। এ সংগঠনে কোন অনুপ্রবেশকারী স্থান নেই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশ কোন অবস্থাতেই দলে অনুপ্রবেশকারী ঢুকে দল ভাবমূর্তি নষ্ট করতে না পরে সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। সম্মেলনের মাধ্যমে দলের নিবেদিত প্রাণ ব্যক্তিগণকে দায়িত্ব দিতে হবে। তবেই দলের কার্যক্রম সুদৃঢ় হবে। নতুন কমিটিতে পরীক্ষিত নেতাকর্মীরা স্থান পেলে দল শক্তিশালী হওয়ার পাশাপাশি শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে।’

মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি শনিবার বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাশিমের সভাপতিত্বে ও হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাদ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগ সদস্য নুরুল আমীন, এডভোকেট আজমল আলী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদ, সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দাস।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন এনামুল হক। গীতাপাঠ করেন ক্ষিতেশ চন্দ্র দাস।

এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথি জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের কার্যক্রম উদ্বোধন করেন। পরে কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে মো. আব্দুল হাশিম সভাপতি ও নাজমুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শামীম আহমদ, জয়নাল আবেদীন, হুমায়ুন কবীর, নূর মিয়া, আব্দুল হান্নান, রফিক মিয়া প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৯ অক্টোবর ২০১৯/প্রেবি/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.