Sylhet View 24 PRINT

ঝরে পড়া রোধ ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বনাথে উঠান বৈঠক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১২ ০১:১০:৩৩

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: বিদ্যালয়ে ঝরে পড়া রোধ, শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিসহ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে সিলেটের বিশ্বনাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সোমবার বিকেলে পশ্চিম শ্বাসরাম গ্রামের কছির আলীর বাড়িতে অঅনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে এস এম নুনু মিয়া বলেন, শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। যা একজন সচেতন অভিভাবক শিশুকে সঠিক ভাবে সম্পন্ন করাতে পারেন। শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অপরিসীম। শিশুর সুন্দর ভবিষৎ পরিকল্পনায় মায়েদের ভূমিকা আরোও বেশি গূরৃত্বপূর্ণ। তাই সব মাকেই শিশুর সুন্দর ভবিষৎ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বেশি বেশি করে। তথ্য প্রযুক্তি ও আধুনিকায়নের এ যুগে মেধাবী শিক্ষার্থীর কোন বিকল্প নেই। এক্ষেত্রে প্রতিটি এলাকার অভিভাবকদের আরোও বেশী সচেতন হতে হবে এবং ঝরে পড়া রোধ করে সকল শিশুর শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার যুগোপযোগী শিক্ষার মানোন্নয়নে দেশব্যাপী আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। আর এ ব্যাপারে আমাদের প্রত্যেককেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরমান আলীর সভাপতিত্বে এবং সহ সভাপতি তজম্মুল আলী রাজু ও সহকারী শিক্ষক আবদুল কাইয়ুম শাকির যৌথ পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যা করিমা বেগম, সাবেক মেম্বার তফজ্জুল আলী, শিক্ষানুরাগী ক্বারী দেওয়ান আলী, নূরুল হক লেচু, জিলু মিয়া, কবির মিয়া, রাজনীতিবীদ আহসান হাবিব নোয়াব আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কছির আলী, মায়েদের মধ্যে বক্তব্য রাখেন বাহার বেগম, রুমি বেগম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিলি রানী দে। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়া রাণী ভট্টাচার্য, শিল্পী বেগম।

এসময় উপস্থিত ছিলেন লিলু মিয়া, আবদুুল জলিল, সাহাব উদ্দিন, মোস্তফা মিয়া, মখলিছ আলী, ইরপান আলী, আহমদ আলী, রাসেল আহমদ, মোহাম্মদ আলী লিটন, মখলিছ আলী, ফখরুল আহমদ, হিরা মিয়া, সুন্দর বিবি, কছিরা বিবি, কলছুমা বেগম, সোনারা বেগম, মিনারা বেগম, সেলিনা ইয়াছমিন লিজা, লাকি বেগম, শাম্মী আক্তার, নিলুফা বেগম, হেনা বেগম, শেফালী বেগম, আয়েশা বেগম, সাহেনা বেগম, কলছুমা বেগম, হোছনা বেগম, রুজি বেগম, পারভীন বেগম, রুজিনা বেগম, রুকশানা বেগম, কবিরুন বেগম, শেফা বেগম, রেসনা বেগম, মায়া বেগম, রিনা বেগম, ফারজানা বেগম, রোকিয়া বেগম, রিনা বেগম, সুফিয়া বেগম, নাসিমা বেগম, বেদানা বেগম, বীথি রাণী দাস, আমিরুন নেছা, মোর্শেদা বেগম, সামিনা বেগম, সাফিয়া বেগম, সাহেলা বেগম, নাজমা বেগম, রুমি বেগম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১২ নভেম্বর ২০১৯/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.