Sylhet View 24 PRINT

এমসি কলেজে বাজেট সেমিনার অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১২ ১৯:২৬:১৯

এমসি কলেজ প্রতিনিধি :: সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের অর্থনীতি বিভাগের ইকোনমিক্স ক্লাব আয়োজিত ‘Prospects and Challenges of the National Budget for FY 2019-20’ শীর্ষক বাজেট সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় বাংলাদেশের ৪৯ তম বাজেটকে কেন্দ্র করে উক্ত বাজেট পর্যালোচনা সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বাজেটের তুলনামূলক সামগ্রিক চিত্র উপস্থাপনের পাশাপাশি খাতভিত্তিক পর্যালোচনা করেন। এছাড়া এতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, পরিবহন ও যোগাযোগ খাতের বাজেট বিশ্লেষণসহ বাজেটের সমালোচনামূলক মূল্যায়ন উপস্থাপন করেন তারা।

সেমিনারে মূল প্রবন্ধ যৌথভাবে উপস্থাপন করেন বিভাগের শিক্ষার্থী মো. কাওসার আহমদ খাঁন জামি, প্রবেশ সরকার রাহুল, সামিয়া জান্নাত রেশমি, শেখ ফারজানা আক্তার আঁখি ও স্নেহা সরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। তিনি বলেন, মুরারিচাঁদ কলেজের ১২৭ বছরের ইতিহাসে ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত বাজেটের উপর এটি  প্রথম সেমিনার ৷ এই সেমিনারটি মাইলফলক হয়ে থাকবে। এছাড়া এমন কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন অধ্যক্ষ।

কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খুরশিদ আলমের সভাপতিত্বে সেমিনারে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমেদ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. তোতিউর রহমান, বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাহাব উদ্দিনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

সেমিনার সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাজমুল হোসেন ইমন ও শাশ্বতী ভট্টাচার্য তন্বী।

সিলেটভিউ২৪ডটকম/ ১২ নভেম্বর ২০১৯/ এইউএস/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.