Sylhet View 24 PRINT

সিলেটে প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষা শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৭ ১২:১০:৫৭

নিজস্ব প্রতিবেদক :: সারা দেশের মতো রবিবার থেকে সিলেটেও শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা। সিলেট বিভাগে এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় বসছে ১ লাখ ৮৩ হাজার ৮ জন ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় বসেছে ১৭ হাজার ৫৬৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৮১ হাজার ৭৯৯ জন ও মেয়ে ১ লক্ষ ১ হাজার ২০৯ জন।

রবিবার সকাল ১০টা সিলেট বিভাগের মোট ৬৫৪ টি কেন্দ্রে শুরু হয় প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা।

এ বছর সারা দেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে ছাত্র সংখ্যা ১১ লাখ ৮১ হাজার ৩০০ জন ও ছাত্রী সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন।

আর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় সারা দেশে তিন লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নেবে। যার মধ্যে ছাত্র সংখ্যা এক লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী সংখ্যা এক লাখ ৬৩ হাজার ২৮৯ জন। দেশের বাইরে পরীক্ষার্থীর সংখ্যা ৬১৫ জন। প্রাথমিক ও ইবতেদায়িতে গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে দুই লাখ ২৩ হাজার ৬১৫ জন।

এবারের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শেষ হবে ২৪ নভেম্বর। মোট ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৭ নভেম্বর ২০১৯/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.