Sylhet View 24 PRINT

সিলেটে গণদাবী পরিষদের আলোচনা-সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৭ ১৮:৩০:২২

সিলেটভিউডেস্ক :: সিলেট বিভাগীয় গণদাবী পরিষদ  মহানগর শাখার উদ্যোগে আলোচনা-সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বন্দরবাজারস্থ রহমহল টাওয়ারে সংগঠনের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

মহানগর শাখার সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. আব্দুল মালিক।

মহানগরের সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন কামালের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এইচ এ তাফাদার রুহেল, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, নিরাপদ সড়ক চাই (নিসচা) মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম ইকবাল হোসেন, সদর দক্ষিণ নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, সিলেট বিভাগ গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মো. পংকি মিয়া জালালী, মেট্রো মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন, সিলেট বিভাগ মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হেনা আলী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সরোজ ভট্টাচার্য্য, দরগা বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাজন আহমদ, ইফতেখার হোসেন সোহেল, কয়েছ আহমদ সাগর, মহেষ ঘোষ, আলমগীর হোসেন, মো. রাজা মিয়া, মো. হারিছ আলী, আমির আলী, ফয়ছল আহমদ, মো. মাসুক আহমদ, মো. লোকমান হেকিম, সুমাাইয়া আক্তার সুমা, সজল হক, মো. দিনার আহমদ, মুজিবুর রহমান, মো.ময়নুল হক স্বাধীন, আজম আলী, আমিনুল ইসলাম আমিন, আল আমীন, রাজু আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সিলেটের গণমানুষের দাবী আদায়ে দীর্ঘদিন ধরে কাজ করছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ। সিলেটের অনেক অর্জন এসেছে এ সংগঠনের হাত ধরে। বক্তারা অবিলম্বে সিলেটের ক্বীন ব্রিজের উপর ঝুলন্ত সেতু করার দাবী জানান।

সভায় সিলেট বিভাগ গণদাবী পরিষদ মহানগর শাখার সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন কামাল এবং অর্থ সম্পাদক মো. রাজা মিয়াকে মহানগর শাখার দায়িত্ব দেয়া হয়।

সিলেটভিউ২৪ডটকম / ১৭ নভেম্বর ২০১৯/ প্রেবি/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.