Sylhet View 24 PRINT

ফেঞ্চুগঞ্জে লবন নিয়ে তুলকালাম, আটক ১

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৯ ০০:৩০:৫৫

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সোমবার বিকালের পর থেকেই লবনের মূল্যবৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সন্ধ্যায় গুজব তীব্রতর হয়ে উঠে গ্রামগঞ্জে। অসচেতন লোকজন লবন কিনতে হুড়োহুড়ি শুরু করে দেন।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাও বাজারেও দেখা যায় কোন কোন ক্রেতা ৫ কেজি ১০কেজি করে লবন কিনে নিয়ে যাচ্ছেন যদি আরো দাম বেড়ে যায় এই ভয়ে।

মারূফ নামের ব্যক্তি জানান, তারা ৫০টাকা দরে লবন কিনেছেন মাইজগাও বাজার থেকে।

খবর পেয়ে তৎপর হয়ে উঠে পুলিশ। রাত সাড়ে ৯টা থেকে মাইজগাও বাজারে অভিযান চালান ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ও পুলিশ দল। অভিযানে লবনের অতিরিক্ত মুল্য রাখার দায়ে এক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি মাইজগাও এর দক্ষিন ফুলবাড়ির মৃত রশিদ আলীর পুত্র ব্যবসায়ী তাজুরুল ইসলাম (৬০)।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান সিলেটভিউকে জানান, এরকম অভিযান চলবে, মঙ্গলবার থেকে গুজবের বিরুদ্ধে মাইকিং করানো হবে এবং যারা অতিরিক্ত মূল্যে লবন বিক্রি করেছেন তাদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৮ নভেম্বর ২০১৯/এফইউ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.