Sylhet View 24 PRINT

কানাইঘাটে সুরমা নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৯ ১৯:৫৩:১৩

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট দক্ষিণ বাজারের দারুল উলূম মাদ্রাসার সামনে সুরমা নদীর প্রতিরক্ষা বাঁধে শুক্রবার (১৬ নভেম্বর) রাত থেকে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন মারাত্মক আকার ধারন করায় ঐতিহ্যবাহী কানাইঘাট দারুল উলূম দারুল হাদিস মাদ্রাসার ছাত্র-শিক্ষদের মধ্যে আতঙ্কের পাশাপাশি ব্যবসারীয়াও তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে উদ্বীগ্ন রয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাও. আবুল হোসেন চতুলী, উপজেলা সহকারী প্রকৌশলী একরামুল হক, ফিরোজ, দারুল উলূম মাদ্রাসার শিক্ষক মাও. আসআদ উদ্দিন, সাংবাদিক শাহীন আহমদ, মুমিন রশিদ।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান জানান, মাদ্রাসার সংলগ্ন ডাইকে সুরমা নদীর ভাঙ্গনের বিষয়টি সিলেট পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে তিনি অবহিত করেছেন।

সরেজমিনে দেখা যায়, দারুল উলূম মাদ্রাসার পূর্ব পাশে অবস্থিত সুরমা নদীর প্রতিরক্ষা বাঁধে বিশাল আকারের ভাঙ্গন দেখা দিয়েছে। শুক্রবার রাত থেকে অদ্যবধি পর্যন্ত ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে বলে মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও স্থানীয়রা জানিয়েছেন। জরুরী ভিত্তিতে ভাঙ্গন প্রতিরোধে সিলেট পানি উন্নয়ন বোর্ডকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সবাই।

ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে সুরমা ডাইকের পাকা সড়কসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি দারুল উলূম মাদ্রাসার সম্মুখ ভাগ তলিয়ে যেতে পারে।

এদিকে নদী ভাঙ্গন রোধের জন্য মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন মজুমদারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এগিয়ে আসার আহবান জানান।

সিলেটভিউ২৪ডটকম/ ১৯ নভেম্বর ২০১৯/ প্রেবি/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.