Sylhet View 24 PRINT

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা কৃষক দলের মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৯ ২০:৩৪:৩০

সিলেটভিউডেস্ক :: জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলা কৃষকদলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নগর ভবনের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা কৃষকদলের আহবায়ক আলহাজ্ব শহিদ আহমদ চেয়াম্যান এর সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক এম জহুরুল ইসলাম মখর, নুরুল আমিন নুরুল, দেলোয়ার হোসেন, আব্দুস শহীদ, আব্দুল খালিক, নুরুল ইসলাম, ফজলুল হক চৌধুরী, আব্দুর রহিম, ফারুক মিয়া, চান মিয়া বাচ্চু উকিল আলী, কুদরত উল্লাহ, নুরুল হক, জামিল আহমদ, ওলিউর রহমান, তমিজুল ইসলাম, আব্দুর সালাম, আবু বকর সিদ্দিক, জেলা হকার দলের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইসরাত জাহান খোকন, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমদ প্রমুখ।

মানববন্ধনে অবিলম্বে যদি পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে আনতে সরকার ব্যর্থ হয় তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা। এছাড়া এতে অবিলম্বে বিএনপি চেয়ারপার্স, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করেন নেতৃবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম / ১৯ নভেম্বর ২০১৯/ প্রেবি/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.