Sylhet View 24 PRINT

শাবিতে ‘সোনার হরিণ’ মঞ্চস্থ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৬ ১৮:৪৭:১৩

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্যবিষয়ক সংগঠন ‘থিয়েটার সাস্ট’র উদ্যোগে তাদের ২৭তম প্রযোজনা নাটক ‘সোনার হরিণ’ ৪র্থ বারের মতো মঞ্চস্থ হয়েছে। গত বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মঞ্চস্থ হয় বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

জানা যায়, নাটকটি রচনা করেছেন নুরুল করিম নাসিম এবং নির্দেশনা দিয়েছেন ওমর ফারুক ভূঁইয়া দিপু। তবে সংগঠনটির ২৭তম প্রযোজনায় মো. ফয়সাল আহমেদ শুভর পুনঃনির্দেশনা এবং আফরিন শাহনাজ আশা ও অরিন্দম সাহা অমিতের সহ-নির্দেশনায় ৪র্থ বারের মতো এ নাটকটি মঞ্চস্থ হয়।

নাটকটি বাস্তবতার ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা তাদের স্বপ্নকে কতটুকু সার্থক করতে পেরেছে। পাশাপাশি আমাদর প্রচলিত সমাজ ব্যবস্থায় তাদের স্বপ, আশা, আকাঙ্ক্ষা কতটুকু প্রতিফলন ঘটেছে তার প্রেক্ষিতে রচিত।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ এর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তসহ সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর দীর্ঘ ২২ বছর পথচলায় সংগঠনটি এ পর্যন্ত ৩৪টি প্রযোজনার মধ্য দিয়ে ১২৪টি প্রদর্শনী সম্পন্ন করেছে।

সিলেটভিউ২৪ডটকম/৬ ডিসেম্বর ২০১৯/মাসুদ/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.