Sylhet View 24 PRINT

ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে সিলেট নিসচার মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৯ ১৬:৫৩:২১

সিলেট :: নিরাপদ সড়ক চাই- নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে শাহজাহান খানের মিথ্যাচারের প্রতিবাদে নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে সোমবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিসচা সিলেট মহানগরের সভাপতি রোটা. এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নিসচা কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু।

এসময় তিনি বলেন, নিরাপদ সড়ক চাই নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে শাজাহান খানের মিথ্যাচারে আমরা বিস্মিত, হতবাক এবং তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, সমাজের একজন সৎ, নিষ্ঠাবান, জাতীয় পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে শাহজাহান খানের এমন ডাহা মিথ্যাচার শুধুমাত্র নিজের দুর্বলতা ঢাকার জন্যই বলেছেন। তিনি এই মানহানীকর কথা বলেছেন জাতিকে বিভ্রান্ত করার জন্য। প্রধানমন্ত্রী যখন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যুগপোযুগী সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে নির্দেশ দিলেন তখন শাহজাহান খান আইনের বিরুদ্ধে গিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সড়কে নৈরাজ্য সৃষ্টি হলে শাহজাহান খানের মতো কিছু অসাধু ব্যক্তির পকেট ভরে। শাহজাহান খান অনতিবিলম্বে যদি তার বক্তব্যের প্রমাণ না দিতে পারেন তাহলে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নিসচা সিলেট জেলা শাখার সভাপতি এম. বাবর লস্কর, সহ-সভাপতি আব্দুর রহমান, কবির হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান, বিয়ানীবাজার উপজেলার আহবায়ক সুফিয়ান আহমদ, কবি সাহিত্যিক শমসের আলম, নিসচা সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক সুহেল চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, যুব বিষয়ক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার, কার্যকরী সদস্য মনির চৌধুরী, শুভঙ্কর চন্দ্র দাস, এমাদ আহমদ রবি, মারজান আহমদ, নাবিল জায়গীরদার, দেলওয়ার আহমদ চৌধুরী, মিলন আহমদ, শাহিনুর রহমান, ইমরান আহমদ, মুসলিম আহমদ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/০৯ ডিসেম্বর ২০১৯/প্রেবি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.