Sylhet View 24 PRINT

শহীদ সুলেমান স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১২ ২০:৪৯:২৮

সিলেটভিউ ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমাস্থ জাতীয় শিশু-কিশোর সংগঠন আনন্দ খেলাঘর আসর আয়োজিত বীর মুক্তিযোদ্ধা শহীদ সুলেমান স্মৃতি-৩৮তম মেধাভিত্তিক প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞানী ড. সেলু বাসিত।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে ছাত্রছাত্রীদের অবশ্যই ইংরেজী শিক্ষায় পারদর্শী হতে হবে। এ বৃত্তি পরীক্ষা ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

পরীক্ষা নিয়ন্ত্রক আফজল আহমদ আফতাব-এর সভাপতিত্বে এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সফির আহমদ কামাল ও অদিতি দেবনাথ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র-১ তৌফিক বকস লিপন, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাইল আহমদ, জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তজম্মুল ইসলাম, শহীদ সুলেমানের ছোট ভাই ম. বুরহান হোসেন, খেলাঘরের কেন্দ্রীয় সদস্য অরুপ শ্যাম বাপ্পী।

এছাড়া এতে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শহীদ সুলেমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার সচিব মইন উদ্দিন আহমদ খোকন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ মনসুর আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমার জাতীয় শিশু-কিশোর সংগঠন আনন্দ খেলাঘর আসর সভাপতি জালাল উদ্দিন, সহ সভাপতি সিরাজ উদ্দিন শিরু, হালিমা বেগম, হাজী আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ওয়েছে, শিক্ষা বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ শান্ত। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাঈফ হাসান।

আনন্দ খেলাঘর আসরের সভপতি, খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি প্রয়াত তাজুল ইসলাম বাঙালি ও গৌছ উদ্দিনের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে মরহুম দ্বয়ের রুহের শান্তি কামনা করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১২ ডিসেম্বর ২০১৯/প্রেবি/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.