Sylhet View 24 PRINT

সবুজ শ্যামল সমাজকল্যাণ এন্ড ক্রীড়া সংস্থা'র শীতবস্ত্র বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৪ ১৯:২৪:০৪

সিলেটভিউ ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমায় সবুজ শ্যামল সমাজকল্যাণ এন্ড ক্রীড়া সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে দক্ষিণ সুরমাস্থ দক্ষিণ বলদি গ্রামে উক্ত বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

সবুজ শ্যামল সমাজকল্যাণ এন্ড ক্রীড়া সংস্থার প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম রূপন এর সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত শাহ্ ওলিউল­াহ (রহ.) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা হাফিজ রইছ উদ্দিন, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি সাংবাদিক মো. আবু হানিফা, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহীন আহমদ । 

এছাড়া এতে স্বাগত বক্তব্য রাখেন সবুজ শ্যমল সমাজকল্যাণ এন্ড ক্রীড়া সংস্থার সভাপতি মিছবাহ উদ্দিন মোহন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন  ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ সোলাইমান আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুরব্বী মোক্তার আলী, এনাম মিয়া, আব্দুল আহাদ, মাখন মিয়া, ময়না মিয়া, মাসুদ রানা, আব্দুল আহাদ রাজু, আহসান হাবিব রাসেল, নাদির হোসেন জুনেদ মিয়া, সালেহ আহমদ শিপু, ফাহিম আহমদ, লিমন, মাহবুব, মিনহাজ, অপু, মামুন, তুহিন, রাবেল, ফয়সল, সজিব, মালেক আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে দুই শতাধিক দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরিশেষে দোয়া পরিচালনা করেন দক্ষিণ বলদি জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শহিদুল ইসলাম জিহাদী।

সিলেটভিউ২৪ডটকম/১৪ ডিসেম্বর ২০১৯/প্রেবি/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.