Sylhet View 24 PRINT

সিলেট নগরীতে বিজয়ের রঙ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৬ ০০:২৮:৩৯

ছবি: ইদ্রিস আলী।

জ্যেষ্ঠ প্রতিবেদক :: আজ ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বর্বর পাকিস্তানী বাহিনীকে পরাজিত করে বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। মুক্তিকামী বাংলার জনতার কাছে আত্মসমর্পণ করে পরাজিত, ঘৃণিত পাক বাহিনী।

এবার দেশে ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। এ বিজয় দিবসকে কেন্দ্র করে সিলেট নগরীতে বিজয়ের রঙ লেগেছে।

নগরী ঘুরে দেখা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়, সিটি করপোরেশন, জেলা পরিষদ, পুলিশ কমিশনারের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, সার্কিট হাউজ, ক্বিন বিজ্র, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়সহ সরকারি, আধা সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের ভবনে আলোকসজ্জা করা হয়েছে।

বিভিন্ন ব্যাংক ও বীমা কার্যালয়েও আলোকসজ্জা করতে দেখা গেছে। আলোকসজ্জায় রঙ-বেরঙের বাতি দেখা গেলেও আধিক্য রয়েছে লাল ও সবুজ রঙের বাতির।

দৃষ্টিনন্দন আলোকসজ্জা নজর কাড়ছে সবার। নগরীর সার্কিট হাউজ ও ক্বিনব্রিজ এলাকায় বেশকিছু দর্শনার্থীকে মুগ্ধচিত্তে আলোকসজ্জা অবলোকন করতে দেখা গেছে।

বদরুজ্জামান নামের এক যুবক বলেন, ‘লাল-সবুজের আলোকসজ্জায় নগরীর পরিবেশ অন্যরকম হয়ে ওঠেছে।’

সাদেক আহমদ নামের এক ব্যক্তি বলেন, ‘বিজয় দিবস মানে মুক্তির উচ্ছ্বাস, স্বাধীনতার আনন্দ। এই আনন্দ বাড়িয়ে দিচ্ছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা।’

সিলেটভিউ২৪ডটকম/১৬ ডিসেম্বর ২০১৯/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.