Sylhet View 24 PRINT

জৈন্তাপুরে আড়াই লাখ পিস সিগারেটসহ আটক ২

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২০ ১২:৪০:২৬

সিলেটভিউ ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর থানা এলাকা থেকে আমদানী নিষিদ্ধ বিপুল পরিমাণ বিদেশী সিগারেটসহ দুই চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-৯।

রবিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানীর একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে জৈন্তাপুর থানার দরবস্ত পূর্ব বাজার মধ্যগলির সামনে থেকে ২,৪৫,৪০০ (দুই লক্ষ পয়তাল্লিশ হাজার চারশত) পিস আমদানী নিষিদ্ধ বিদেশী সিগারেটসহ দুই জন পেশাদার চোরাকারবারীকে আটক করে।

আটককৃত আসামীরা হচ্ছে সিলেটের কানাইঘাট উপজেলার বড়বন গ্রামের কনাই মিয়ার ছেলে আশিক আহমেদ (২২) ও জৈন্তাপুর থানার নকিরবন গ্রামের মোঃ আজিজ আহমেদের ছেলে মো. পারভেজ আহমেদ (১৮)।

উদ্ধারকৃত আলামতসহ আসামীদেরকে সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মো. সামিউল আলম।

সিলেটভিউ২৪ডটকম/২০ জানুয়ারি ২০২০/আর-৯/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.