Sylhet View 24 PRINT

টিলাগড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২০ ১৩:৪৭:৪০

নিজস্ব প্রতিবেদক ::  সিলেট নগরীর টিলাগড়ে প্রাইভেট কার দুর্ঘটনায় এমসি কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় রাস্তা অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। 

আজ সোমবার (২০ জানুয়ারি) এমসি কলেজের প্রধান ফটকের সামনে কলেজের শিক্ষার্থীরা প্রায় ২০ মিনিট রাস্তা অবরোধ করে রাখেন। এসময় তারা স্লোগানে স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। অবরোধকালে সিলেট-তামাবিল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।  পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

বিক্ষোভকালে বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রলীগ নেতা হুসাইন আহমদ, দেলোয়ার হোসেন, শিক্ষার্থী হাবিব আহমদ, অপু তালুকদার, সুরঞ্জিত বর্মন, শামীম আলী, নাজমুল হোসেন, সুমন মিয়া, সৌরভ পাল ও জিয়াউল হক।

এসময় তাদের সঙ্গে সরকারি কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা পোষণ করেন। 

উল্লেখ্য, গত শুক্রবার রাতে বেপরোয়া গতিতে চালিয়ে আসা প্রাইভেট কার উল্টে টিলাগড়ে নয়ন দাস নামে এমসি কলেজের এক শিক্ষার্থী নিহত হন। এসময় আহত হন আরো কয়েকজন। পরে আরিফ নামে আহত আরেকজন মৃত্যুবরণ করেন। 

এদিকে, কলেজের দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে গত শনিবার দুপুরে এমসি কলেজের পেছনের ফটক সংলগ্ন সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

সিলেটভিউ২৪ডটকম/২০ জানুয়ারি ২০২০/মোজাম্মেল/আরএইচডি/মিআচৌ 

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.