Sylhet View 24 PRINT

জৈন্তাপুরে বিরল প্রজাতির বানর উদ্ধার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২০ ১৬:৩৯:০৯

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুর থানার লালাখাল চা-বাগান থেকে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে বানরটি লালাখালের স্থানীয় জনতা উদ্ধার করেন। পরে বানরটিকে উদ্ধার করে শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, জৈন্তাপুরের লালাখাল এলাকায় স্থানীয় জনতার হাতে বানরটি আটক হয়। পরে শ্রীমঙ্গলের সোনাছড়া চা-বাগানের ইউপি সদস্য সিউধনীর সহযোগিতায় বানরটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়েছে। 

বানরটি শারীরিকভাবে দুর্বল। একটু সবল হওয়ার পর  বানরটিকে অবমুক্ত করা হবে বলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান।

সিলেটভিউ২৪.কম/ ২০ জানুয়ারি/ ডালিম/ জুনেদ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.