Sylhet View 24 PRINT

ফুটপাতে ‘খুঁটি’ গাড়লো সিসিক!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২২ ০০:০৩:৪৬

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট নগরীর বিভিন্ন ফুটপাত দিয়ে অহরহ মোটরসাইকেল নিয়ে চলতে দেখা যায় একশ্রেণির নিম্ন মানসিকতার চালকদের। আইন অমান্য করে তারা সাধারণ মানুষের চলাচলের ফুটপাতে মোটরসাইকেল তুলে দেন। এতে ফুটপাত দিয়ে চলাচলে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এছাড়া ফুটপাতে মোটরসাইকেল তুলে দেওয়ায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনাও ঘটে থাকে।

এসব বিবেচনায় ফুটপাত দিয়ে যাতে কোনো ধরনের যান চলাচল করতে না পারে, সেজন্য ফুটপাতে স্টিলের খুঁটি গেড়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সিলেট নগরীর ভিআইপি সড়ক হিসেবে খ্যাত চৌহাট্টা থেকে রিকাবীবাজার সড়কের ফুটপাতে এই খুঁটি দেখা গেছে। ফলে এ সড়কের ফুটপাতে এখন আর মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন নিয়ে চলতে পারছেন না কেউ।

জানা গেছে, সিটি করপোরেশন সিলেট মহানগর পুলিশের ট্রাফিক শাখার পরামর্শে ফুটপাতে এসব খুঁটি গেড়েছে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য সড়কের ফুটপাতেও খুঁটি গাড়ার পরিকল্পনা আছে সিসিকের।

এ প্রসঙ্গে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, প্রাথমিক অবস্থায় আলিয়া মাদরাসা সংলগ্ন চৌহাট্টা-রিকাবীবাজার সড়কের ফুটপাতে খুঁটি গাড়া হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে ফুটপাতে যান চলাচল ঠেকাতে এভাবে প্রতিবন্ধক দেওয়ার চিন্তা করছি আমরা।

সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা বলেন, ফুটপাত দিয়ে মোটরসাইকেল কিংবা অন্য যান চালানো শাস্তিযোগ্য অপরাধ। ফুটপাত নগরবাসীর চলাচলের জন্য। এখানে যাতে তারা স্বাচ্ছন্দে চলতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/২২ জানুয়ারি ২০২০/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.