Sylhet View 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হলো ‘ছায়া জাতিসংঘ সম্মেলন’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৫ ২০:২৫:০৬

সিলেট :: মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ‘ছায়া জাতিসংঘ সম্মেলন (মডেল ইউনাইটেড নেশনস)’ শেষ হয়েছে। শনিবার বিকালে শহরতলির বটেশ্বরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে সমাপনী অনুষ্ঠিত হয়।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (এমইউমুনা) আয়োজনে গত বৃহস্পতিবার শুরু হয় এ সম্মেলন।

গতকাল সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, বিশেষ অতিথি ছিলেন ডেপুটি রেজিস্ট্রার লোকমান আহমদ চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউর রহমান টিটু, ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী মোজাদ্দিদ আহমেদ, এমইউমুনার সভাপতি মাজেদুর রহমান মাজেদ, স্পন্সর প্রতিষ্ঠান ফিরোজ মটরসের আনিসুল হক প্রমুখ।

‘প্রমোটিং সোশ্যাল থ্রো ইকুইটেবল প্রবিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অব রাইটস, রিসোর্স অ্যান্ড অ্যানিমিটিজ’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ডেলিগেটস অংশ নেন। সম্মেলনে নিরাপত্তা পরিষদ, ইউনাইটেড নেশনস ডেভলাপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি), ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল (এউএনএইচআরসি), ইউএন ওমেন (জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা) এবং ইন্টারন্যাশনাল প্রেস (আইপি) নামে পাঁচটি কমিটিতে ভাগ হয়ে আলোচনা করেন তারা।

সমাপনী দিনে বিভিন্ন কমিটিতে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

ইউএনডিপি কমিটিতে সেরা ডেলিগেট হয় ইউএসএ, আউটস্ট্যান্ডিং ডেলিগেট জার্মানি, স্পেশাল মেনশন ডেনমার্ক ও বেস্ট পজিশন পেপার পায় ইন্ডিয়া।

আইপি-তে বেস্ট করেসপন্ডেন্ট হয় সিএনএন, আউটস্ট্যান্ডিং করেসপন্ডেন্ট হয় রয়টার্স।

এউএন ওমেন-এ সেরা ডেলিগেট হয় বাংলাদেশ। এছাড়া আউটস্ট্যান্ডিং ডেলিগেট সুইজারল্যান্ড, স্পেশাল মেনশন অস্টেলিয়া ও বেস্ট পজিশন পেপার পায় কানাডা।

ইউএনএইচআরসি-তে তুর্কির হাতে ওঠে বেস্ট ডেলিগেটের স্বীকৃতি। ফিলিস্তিন আউটস্ট্যান্ডিং ডেলিগেট, ফ্রান্স স্পেশাল মেনশন-১, অস্ট্রেলিয়া স্পেশাল মেনশন-২ হিসেবে স্বীকৃতি পায়।

নিরাপত্তা পরিষদে বেলজিয়াম হয় বেস্ট ডেলিগেট। এছাড়া ফ্রান্স আউটস্ট্যান্ডিং ডেলিগেট, তিউনিসিয়া স্পেশাল মেনশন- এবং জার্মানি স্পেশাল মেনশন-২ এর স্বীকৃতি পেয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২৫ জানুয়ারি ২০২০/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.