Sylhet View 24 PRINT

লাল শাহ রহ. লতিফিয়া ইসলামিক সোসাইটি’র শিক্ষা উপকরণ বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৮ ২১:৫২:২৯

সিলেট :: বিশ্বনাথে হযরত লাল শাহ (রহ.) লতিফিয়া ইসলামিক সোসাইটির উদ্যোগে মরহুম এম. এ রহিম এর পরিবারের অর্থায়নে ২টি মাদরাসা ও ৩টি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ৪০ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
 
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের যোগ্য মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। মাদকাসক্তি থেকে আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত লাল শাহ (রহ.) লতিফিয়া ইসলামিক সোসাইটির কার্যক্রম এক্ষেত্রে প্রশংসার দাবিদার।

এতে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল-জোবায়ের শিক্ষার্থীদের ‘নিজেদের জীবনের লক্ষ্য এখনই স্থির করে নিতে পরামর্শদান করেন।’

সংগঠনের সভাপতি আব্দুল মানিক এর সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক এমরান মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩নং অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সংগঠনের প্রধান উপদেষ্টা ও আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি তছির আলী মেম্বার, তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক মিয়া, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারি শিক্ষক ও সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য আজম আলী, আল-মুছিম স্কুল এন্ড কলেজের পরিচালক শায়েখুর রহমান মেম্বার, শিক্ষানুরাগী ও সমাজসেবক গিয়াস উদ্দীন প্রমূখ।

ক্বারি মো. আব্দুল করিম এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জয়নুল আবেদীন, রিয়াজ আলী মেম্বার, মাস্টার আব্দুল হাই, মাস্টার মইন উদ্দীন এবং আহমাদ সালেহ।

আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মো. ফজলু মিয়া, লয়লুছ আলী হৃদয়, ইউছুফ আলী, রুফন আহমদ, মাহতাব আহমদ, মামুন হাসান, মাছুম বিল্লাহ, শরীফ আহমদ, মাছুম আহমদ প্রমূখ।

সিলেটভিউ২৪ডটকম/১৮ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.