Sylhet View 24 PRINT

এপ্রিলের মধ্যে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট: বিমান প্রতিমন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৯ ১৯:৪২:৪৪

জ্যেষ্ঠ প্রতিবেদক :: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেছেন, ‘আগামী এপ্রিল মাসের মধ্যে সিলেট থেকে যুক্তরাজ্যের লন্ডনে ও ম্যানচেস্টারে সরাসরি ফ্লাইট চালু হবে। সে লক্ষ্যে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের শক্তিবৃদ্ধির কাজ চলছে।’

আজ বুধবার বিকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ‘ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-লন্ডন-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট এবং উক্ত ফ্লাইটে পণ্য আমদানি ও রফতানি কার্যক্রম সহজতর করার লক্ষ্যে’ এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব।

বৈঠকে প্রতিমন্ত্রী মাহবুব বলেন, ‘আগামী এপ্রিলের মধ্যে আমরা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে এমন পর্যায়ে নিতে চাই, যাতে এখান থেকে বোয়িং ৭৮৭, ৭৭৭, ড্রিমলাইনার এ ধরনের বড় বিমান লন্ডন, ম্যানচেস্টারে সরাসরি উড়তে পারে। সে লক্ষ্যেই কাজ চলছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে আছেন। প্রবাসীদের সাথে সেতুবন্ধন হিসেবে কাজ করে বেসামরিক বিমান মন্ত্রণালয়।’

মাহবুব আলী বলেন, ‘সিলেটের মানুষ যাতে খুশি হন, সেজন্য আমাকে বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে বলেছি, যে আস্থা ও বিশ্বাসে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি তার প্রতিদান দেব।’

বিমান প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে অনেক অভিযোগ। আমরা বিমানে কি সমস্যা, তা খুঁজে বের করার চেষ্টা করেছি, বিমানের সবার সাথে বসেছি। প্রধানমন্ত্রী বলেছেন, বিমান খালি আসে কিন্তু মানুষ সিট পায় না। এই দূরবস্থা নিয়ে প্রতিমন্ত্রী হওয়ার আগে-পরে আমার হৃদয়ে রক্তক্ষরণ ছিল।’

তিনি বলেন, ‘বিমানের টিকেট যখন অনলাইনে বিক্রি হয়, তখন একটি সিন্ডিকেট সেখানে প্রতিবন্ধকতা তৈরি করতো। এসবের সাথে যারা জড়িত ছিল, আমারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমরা চেষ্টা করেছি, সমস্যা খুঁজে বের করেছি, ব্যবস্থা নিয়েছি। এখন বিমানের প্রত্যেক ফ্লাইট লন্ডন, জেদ্দাসহ সব রুটে ফুল হয়ে যাচ্ছে, ফুল হয়ে আসছে। বিমানের বকেয়া পরিশোধ করে আমরা ২৭৩ কোটি টাকা লাভ করেছি। বিমানকে ঘিরে আমাদের আশা জেগেছে, বিমান রাইট ট্র্যাকে আছে। এখন খুব ভালো চলছে বিমান।’

আগামী এক বছরের মধ্যে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু হবে জানিয়ে মাহবুব আলী বলেন, ‘আগের সরকার নিউইয়র্ক ফ্লাইট বন্ধ করে দেয়। এক বছর আগে আমরা এ রুট চালু করার উদ্যোগ নেই। আবার আলাপ-আলোচনা শুরু করেছি। খুব বেশিদিন লাগবে না, বিমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও টরন্টোতে ফ্লাইট চালু করবে।’

গোলটেবিল বৈঠকে চেম্বার সভাপতি শোয়েব স্বাগত বক্তব্যে বলেন, ‘সিলেট-লন্ডন, সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। তা এপ্রিলে শুরু হচ্ছে। সিলেট থেকে লন্ডন ও ম্যানচেস্টারে যে বিমান যাবে, সেটিতে ১৫ টন কার্গো (পণ্য) পরিবহন করা যাবে। সিলেট থেকে কিভাবে যুক্তরাজ্যে পণ্য পরিবহন করা যায়, এক্ষেত্রে কি কি বাধা আছে, তা দেখতে হবে। সিলেটের লেবু, আনারস, কাঁঠালসহ বিভিন্ন পণ্য প্রক্রিয়াজাত করে রফতানির সুযোগ আছে। এ সুযোগ কাজে লাগাতে পারলে শিল্পবিপ্লব হতে পারে।’

ঢাকা ও চট্টগ্রামের সাথে মিল রেখে সিলেট থেকে বিভিন্ন রুটে বিমানের ভাড়া সামঞ্জস্য করা, ওসমানী বিমানবন্দরের পাশে পণ্য রাখার জোন গড়ে তোলা, বিমানবন্দরে যাত্রী ছাউনি নির্মাণ, সিলেটের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা, নিরাপত্তা জোরদারসহ বিমানবন্দর ও পর্যটনকেন্দ্রীক বিভিন্ন প্রস্তাবনা ওঠে আসে গোলটেবিল বৈঠকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরী, সম্মানিত অতিথির বক্তব্য দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন। বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বাফুফের কার্যনির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, আটাব সিলেট জোনের সভাপতি মোতাহের হোসেন বাবুল, সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ।

বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার গোলাম মো. মনির, সিলেট কর অঞ্চলের কমিশনার রনজীত কুমার সাহা, ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, সহ-সভাপতি তাহমিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মাওলানা সাদিকুর রহমান।

সিলেটভিউ২৪ডটকম/১৯ ফেব্রুয়ারি ২০২০/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.