Sylhet View 24 PRINT

ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদ'র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২১ ১৮:৪২:১৮

সিলেটভিউ ডেস্ক :: গোয়াইনঘাট উপজেলাধীন সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদ'র উদ্যোগে ২১শে ফেব্রুয়ারী মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে গ্রামের প্রধান সড়কে অবস্থিত সংস্থার অস্থায়ী  কার্যালয়ে র‍্যালি পরর্বতী এক আলোচনা-সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংস্থার সহসভাপতি শীতেশ দাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মতিউর রহমান দুলাল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপেদেষ্টা রাশিদ আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতৈলছগাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মুহিবুল কিবরিয়া মাসুক, সহকারী শিক্ষক শেলিনা বেগম, শিব্বির আহমদ, দুলাল আহমদ, জহির উদ্দিন, সুলতান আহমদ, শাহেদ আহমদ, অর্জুন, কয়েছ আহমদ, জাকারিয়া, জুবেল, যাবেদ, উত্তম প্রমুখ।

সভায় বক্তরা ভাষা শহিদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করে তুরুন প্রজন্মকে আগামীর বাংলাদেশ গড়ায় দেশপ্রেম জাগ্রত করে একসাথে কাজ করার তাগিদ দেন।

সিলেটভিউ২৪ডটকম/২১ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.