Sylhet View 24 PRINT

ফেঞ্চুগঞ্জে পতাকার উপর দাঁড়ানোয় স্কুলের দুঃখ প্রকাশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২২ ১৮:৫৯:২৫

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: ২১শে ফেব্রুয়ারী জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়।

কিন্তু জাতীয় পতাকার আলপনায় দাঁড়িয়ে শিক্ষকদের শ্রদ্ধা নিবেদন চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বিষয়টি গনমাধ্যমে উঠে আসলে আলোচনায় বসেন উত্তর কুশিয়ারা ইউনিয়নে চেয়ারম্যান আহমেদ জিলু, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটি।

সভা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদ আলী অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুল প্যাডে ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্থায়ী শহীদ মিনারের মাটিতে জাতীয় পতাকার আকারে নকশা তৈরির বিষয়টি ছিল অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। উক্ত ঘটনার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছি এবং আগামীতে জাতীয় দিবসসমূহ পালনে সচেতন থাকব। আমাদের ভূলের জন্য আপনাদের শ্রদ্ধা ও আবেগের জায়গায় আঘাত লেগেছে যার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।


সিলেটভিউ২৪ডটকম/২২ ফেব্রয়ারি ২০২০/এফইউ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.