Sylhet View 24 PRINT

প্রতিবন্ধী নারীদের প্রজনন স্বাস্থ্য নিয়ে সদরে সমন্বয় সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৩ ১৭:৫৩:৪৫

সিলেট :: বাংলাদেশ ইকোয়্যালিট সোসাইটি (বেস) এর উদ্যোগে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল হিউম্যানিটি এন্ড ইনক্লুশন এর সার্বিক সহযোগিতায় উইমেন্স ইন্টিগ্রেটেড সেক্সুয়াল হেলথ (ইউস) প্রকল্পের মাধ্যমে নারী প্রতিবন্ধীদের প্রজনন স্বাস্থ্য সেবানিশ্চিত করণে সমন্বয় সভা হয়েছে।

রবিবার সকালে সিলেট সদর উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা কার্যালয় সিলেটের উপ-পরিচালক ডা. লুৎফুন্নাহার জেসমিন।

বাংলাদেশ ইকোয়্যালিট সোসাইটি (বেস)’র চেয়ারম্যান ও সিসিকের ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাহানারা বেগমের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক রোকসানা বেগম এর পরিচালনায় সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মেরিস্টপ এর ডিমান্ড জেনারেশন অফিসার শিপিন্দ্র নাথ বর্মন।

বক্তব্য রাখেন- দৃষ্টি প্রতিবন্ধী রোকিয়া আক্তার, তাকলিমা আক্তার, রহিমা বেগম, আফিয়া খাতুন, সাহেদা বেগম, সোনিয়া বেগম, নিলু বেগম, মাঠকর্মী শাহানা চৌধুরী, সদস্য বেবী আক্তার তান্নী, মাসুদা বেগম রেণু, অফিস সহকারী ফয়জুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীদের অবহেলায় নয়, তাদেরকে সমাজের মূল ধারায় এগিয়ে নিয়ে যেতে হবে। শিক্ষা ও স্বাস্থ্যখাতে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছেন প্রতিবন্ধীরা। তাদের সেবা কার্যক্রমকে আরো গতিশীল করতে সমাজের সর্বস্তরের ব্যক্তিদেরকে এগিয়ে আসতে হবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পাশাপাশি প্রতিবন্ধী নারীদের স্বাস্থ্য সেবা ও প্রজনন সুনিশ্চিত করতে বাংলাদেশ ইকোয়্যালিট সোসাইটি (বেস) অত্যান্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/২৩ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.