Sylhet View 24 PRINT

লোড শেডিং বলতে বিদ্যুৎ বিভাগে কিছু নেই: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৬ ১৯:৪৬:৪৯

সিলেট :: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে গ্রাহকদের নিয়ে গণ শুনানি আনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় সিলেট গোটা টিকরস্থ সমিতির সদর দপ্তরে গ্রাহক সাধারণের উপস্থিতিতে শুনানি কার্যক্রম অনুষ্ঠিত হলে এতে সিলেটের বিভিন্ন উপজেলার গ্রাহকরা তাদের সমস্যা, অভিযোগ তোলে ধরে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

সিলেট সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী এস. এম হাসনাত হাসানের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মামুন অর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত গণ শুনাণি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতি বোর্ডের সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, মোগলা বাজার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাহাবুল ইসলাম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরের ডিজিএম (কারিগরি) প্রকৌশলী কামাল হোসেন, এজিএম (প্রশাসন) বেলাল হোসেন।

গ্রাহকদের পক্ষে আলোচনায় অংশগ্রহণ করেন আনোয়র হোসেন সোনা মিয়া, আব্দুল খালিক, মোস্তাব আলী, আব্দুল হক, আব্দুস সালাম, হোসাইন আহমদ, মঈন উদ্দিন, অর্পন পাল প্রমুখ।

গ্রাহক হয়রানি বন্ধ, সেবার মান বৃদ্ধি ও গ্রাহকদের পরামর্শ গ্রহনের লক্ষে অনুষ্ঠিত গণ শুনাণি অনুষ্ঠানে বিদ্যুৎ কর্তৃপক্ষের কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেন মুজিব বর্ষ পল্লী বিদ্যুতের সেবা বর্ষ। এ উপলক্ষে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সারা দেশ ব্যাপী বিভিন্ন ধরনের সেব প্রদানের উদ্যোগ গ্রহন করেছে। এতে গ্রাহক সমাজ কোন ধরনের হয়রানির শিকার হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। লোড শেডিংয়ের দিন শেষ হয়ে গেছে, লোড শেডিং বলতে বিদ্যুৎ বিভাগে কিছু নেই। মেরামত, সংস্কার ও লাইন নির্মানে সময়িক বিদ্যুৎ লাইন বন্ধ রাখতে হয়। অনুষ্ঠানে বিদ্যুৎ গ্রাহকদের কাঙ্খিত মানের সেবা প্রদানের লক্ষে বিদ্যুৎ বিভাগকে সহায়তা করার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সবার সহযোগীতা কামনা করেন।

সিলেটভিউ২৪ডটকম/ ২৬ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/ জুনেদ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.