Sylhet View 24 PRINT

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন সিকৃবির ৫ কৃতি শিক্ষার্থী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৭ ০০:২৩:৪৬

সিকৃবি প্রতিনিধি :: এবার প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ পেলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ জন কৃতি শিক্ষার্থী।

তারা হলেন কৃষি অনুষদের ইসরাত জাহান ইমা, মাৎস্যবিজ্ঞান অনুষের খুশনুদ তাবাচ্ছুম, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের দেবাশিস শর্মা, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের শামীমা শাম্মী এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের কাজী ফাইজুল আজিম।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে এই পদক তুলে দেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের (পিএমও) শাপলা হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সর্বোচ্চ নম্বর/সিজিপিএ প্রাপ্তদের হাতে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ তুলে দেন।

উল্লেখ্য, দেশের ৩৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ১৭২ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ পেয়েছেন। তার মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৫ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭ জন এ পদক গ্রহন করেন।

সিলেটভিউ২৪ডটকম/২৭ ফেব্রুয়ারি ২০২০/এসআর/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.