Sylhet View 24 PRINT

শুভ সকাল, ২৭ ফেব্রুয়ারি ২০২০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৭ ১০:১০:৫৫

ধন্যবাদ মহান সৃষ্টিকর্তাকে। তিনি আরও একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্য।

আজ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ। ১৪ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ। ০২ রজব ১৪৪১ হিজরি।

২৭ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৮তম দিন। বছর শেষ হতে আরো ৩০৭ (অধিবর্ষে ৩০৮) দিন বাকি রয়েছে।

বাণী চিরন্তন : মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায় ।- হুমায়ূন আহমেদ

ঘটনাবলী

    ১৯৭৪ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাইজেরিয়া।
    ১৯৯১ - বাংলাদেশে পঞ্চম সাধারণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু।
    ২০০৪ - ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে অনুষ্ঠিত একুশে বইমেলা থেকে ফেরার পথে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ নামক ইসলামী জঙ্গি সংগঠনের আক্রমণের শিকার হন বাংলাদেশী ভাষাবিজ্ঞানী, সাহিত্যক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ।[১]

জন্ম

    ১৮৮১ - লাউৎসেন এখবার্টস ইয়ান ব্রাউয়ার, ওলন্দাজ গণিতবিদ।
    ১৯৪০ - ভি বিশ্বনাধন, ভারতীয় চিত্রশিল্পী।

মৃত্যু


    ১৯৩১ : চন্দ্রশেখর আজাদ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী ।(জ.২৩/০৭/১৯০৬)
    ১৯৫৬ - গনেশ বাসুদেব মাভালঙ্কার ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও লোকসভার প্রথম স্পিকার তথা অধ্যক্ষ ।(জ.২৭/১১/১৮৮৮)
    ১৯৯৩ - লিলিয়ান গিশ, মার্কিন অভিনেত্রী, পরিচালক ও লেখিকা। (জ. ১৮৯৩)
    ২০১১ - নাজমউদ্দিন এরবাকান, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী। (জ. ১৯২৬)
    ২০১২ : শৈলেন মান্না ভারতের তথা পশ্চিমবঙ্গের কিংবদন্তি ফুটবল খেলোয়াড় ।(জ.০১/০৯/১৯২৪)

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.