Sylhet View 24 PRINT

ডা. এম এ খালেকের মূত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৮ ১৭:৫৫:১০

সিলেট :: এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ খালেকের ১১তম মূত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট ও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের যৌথ উদ্যোগে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন শিবগঞ্জ বাজারস্থ ‘অধ্যাপক ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে’ দিনব্যাপি হৃদরোগ চিকিৎসাসহ এক ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ।  

নবীগঞ্জ উপজেলায় বৃহৎ পরিসরে অনুষ্ঠিত এ ফ্রি-মেডিকেল ক্যাম্পে দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ দিনব্যাপি সমাজের সুবিধাবঞ্চিত প্রায় ৭শ’ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।

এ উপলক্ষে ‘অধ্যাপক ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে’ এর সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজলের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা.খালেদ মোহসিন।

সভায় বক্তব্য রাখেন- চক্ষু বিশেষজ্ঞ ডা. জাফরুল হোসেন, শিশু বিশেষজ্ঞ ডা. মো. জমির আলী,এম ডি কার্ডিওলজিস্ট ডা.রাজিব দাশ, জে আর আর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা.জাকির হোসেন চৌধুরী, এডভোকেট মফিজুুর রহমান, দৈনিক খোয়াইয়ের সম্পাদক ও প্রকাশক শামীম আহসান, ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মো. এমদাদুল হক, হেলথ কেয়ার ফার্মাসিউটিকাল লিমিটেডের এরিয়া ম্যানেজার নূর আলম, এ আর চৌধুরী সেলিম, দন্ত চিকিৎসক  শাহ আজাদ আলী সুমন, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ প্রমুখ।  

সভার শেষে প্রথিতযশা চিকিৎসক মরহুম অধ্যাপক ডা.এম এ খালেক-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন ডা. জাফরুল হোসেন।

এদিকে মরহুমের নিজ গ্রাম  নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও মসজিদে বাদ জুমা’আ  রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/২৮ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.