Sylhet View 24 PRINT

সুনামগঞ্জে ক্যাপ্টেন হেলাল ট্রাস্টের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৮ ২২:১৫:৫০

সিলেট :: সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল শিক্ষা ট্রাস্টের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে ৩২ জন মুক্তিযোদ্ধার সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবেক যুক্তফ্রন্ট সদস্য ও এমপি কমরেড প্রসুণ কান্তি রায় বরুণ রায়ের সহধর্মীনি ও প্রবীণ নারীনেত্রী শীলা রায়ের সভাপতিত্বে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধকালীন ৫ নম্বর সেক্টরের বাঁশতলা সাবসেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) এ.এস.হেলাল উদ্দিন, ভোলাগঞ্জ সাবসেক্টরের কমান্ডার প্রকৌশলী ন.আ.ম আলমগীর, লে. কর্নেল (অব.) আবদুর রউফ বীর বিক্রম, মুক্তিযোদ্ধা মেজর (অব.) এ মাসুদ।

ট্রাস্টের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু এডভোকেট এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রবীণ রাজনীতিক রমেন্দ্র কুমার দে মিন্টু বাবু, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আবুল হাসনাত, ব্যাংকার আশরাফ হোসেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আর রাফি ভুইয়া ও আলী কাওসার।

পরে একাদশ ও দ্বাদশ শ্রেণির ১০ জন এবং অনার্স পড়ুয়া ২২ জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তির অর্থ তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে এই ট্রাস্টের উদ্যোগে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/২৮ ফেব্রুয়ারি ২০২০/ প্রেবি/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.