Sylhet View 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির দৃরশিক্ষণ নিয়ে উপাচার্যের সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-৩১ ১৫:২৭:০৪

সিলেট :: সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লিডিং ইউনিভার্সিটির দূরশিক্ষণ পদ্ধতির অগ্রগতি নিয়ে ভিডিও কনফারেন্সেের মাধ্যমে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় ভিডিও কনফারেন্সেের মাধ্যমে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং অফিস প্রধানদের সাথে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) বনমালী ভৌমিক।

সভায় তিনি শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে পরিচালিত পাঠদানের মাননির্ণয় করার লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির মতামত নেন।

এ কমিটিকে বিভাগীয় প্রধানগণের সাথে সমন্বয় করে গুগল ক্লাসরুমসহ অনলাইনে শিক্ষকদের পাঠদানের বিষয়ে বিভিন্ন পরামর্শও প্রদান করেন তিনি। 

সভায় কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর নাসির উদ্দিন আহমেদ, পরিক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমদ দীন, রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম পিএসসি, প্রক্টর মো. রাশেদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অফিস প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।


সিলেটভিউ২৪ডটকম/৩১ মার্চ ২০২০/প্রেবি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.