Sylhet View 24 PRINT

সিলেটে শ্বাসকষ্টে মারা যাওয়া কিশোরীর ‘নমুনা টেস্ট’ হবে না

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-৩১ ১৭:২৮:৩৫

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শ্বাসকষ্টজনিত রোগে ভুগে এক কিশোরী মারা গেছে। সেই কিশোরী করোনাভাইরাসে আক্রান্ত ছিল কিনা, তা জানতে তার রক্ত, ঘাম ও মুখের লালার নমুনা সংগ্রহ করা হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, ওই কিশোরী করোনায় আক্রান্ত ছিল না। তাই তার শরীরের প্রয়োজনীয় নমুনা টেস্ট করার প্রয়োজনও নেই।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এনে ভর্তি করা হয় বালাগঞ্জের ১৬ বছরের ওই কিশোরীকে। পরে বেলা ২টার দিকে সে মারা যায়। পরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেটভিউকে বলেন, ‘কিশোরীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রায় দুই মাস ধরে সে শ্বাসকষ্টে ভোগছিল। আগেও তার শ্বাসকষ্ট হতো। ওই কিশোরীকে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখেছেন। কিশোরীর শরীরে পানি ছিল। তার ফুসফুসেও পানি মিলেছে। সব দেখে এটা করোনাভাইরাসের কোনো কেস নয় বলে অভিমত দিয়েছেন চিকিৎসকরা। আগে চিকিৎসকদের শরণাপন্ন না হওয়ায় তার অবস্থা গুরুতর ছিল।’

আনিসুর রহমান বলেন, ‘ওই কিশোরীর শরীরের প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়নি। কারণ সে আক্রান্ত ছিল না। তাই নমুনা পরীক্ষার প্রয়োজন নেই।’

ওই কিশোরীর জানাজা বা দাফন স্বাভাবিকভাবেই হবে বলে জানিয়েছেন তিনি।

সিলেটভিউ২৪ডটকম/৩১ মার্চ ২০২০/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.