Sylhet View 24 PRINT

সিসিকে’র খাদ্য ফান্ডে বারাকা পাওয়ার লিমিটেডের অনুদান প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০১ ১৬:০৩:৩৭

সিলেট :: সিলেট সিটি করপোরেশেনের (সিসিক) খাদ্য ফান্ডে ১ লক্ষ টাকার চেক অনুদান দিয়েছে বারাকা পাওয়ার লিমিটেড।

বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় সিটি করপোরেশেনের কার্যালয়ে মেয়র আরিফুল হক চৌধুরী হাতে তুলে দেন বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী।

বারাকা পাওয়ার লিমিটেডের অনুদানের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, জাতির এই দু:সময়ে যারাই সহায়তার বাড়াবে তারাই সত্যিকারের দেশপ্রেমিক আর মানবতাকামী। বারাকা পাওয়ার লিমিটেডের এমন অনুদান কোনোদিন ভুলবে না সিসিক কর্তৃপক্ষ। 

এদিকে আজ সকাল ১১টায় নগরের চৌহাট্টাস্থ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরীর হাতে পর্যাপ্ত চিকিৎসকের সুরক্ষা সরঞ্জাম (পিপিই) তুলে দেন বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী।

এসময় ডা. মোর্শেদ বলেন, এমন দুর্দিনে মানবিক সহায়তায় বারাকা পাওয়ার লিমিটেডের এগিয়ে আসাটা সত্যি প্রশসংনীয়। মানবতার ইতিহাসে এটি উজ্জ্বল হয়ে থাকবে আজীবন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর (সার্জারি) ডাক্তার মামুন ইবনে মুনিম।

ফয়সল আহমদ চৌধুরী বলেন, দু:সময়ে মানুষের পাশে দাাঁড়নোর মধ্যে আলাদা তৃপ্তি আছে। যা কখনো অর্থ দিয়ে কেনা যায় না। করোনাভাইরাসের দ্বারা তৈরি হওয়া এই কঠিন সময়ে বিত্তবান সবাইকে গরিব-অসহায়দের পাশে দাঁড়ানো উচিত।


সিলেটভিউ২৪ডটকম/০১ মার্চ ২০২০/প্রেবি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.