Sylhet View 24 PRINT

ফেঞ্চুগঞ্জে ৮'শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এসপি ফরিদ উদ্দিন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০১ ২০:৫৫:৫২

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: বিশ্বব্যাপী ছোবল বসিয়েছে ঘাতক করোনা ভাইরাস। করোনা ভাইরাসের প্রকোপে জনজীবন প্রায় থমকে গেছে। লকডাউনের মত পরিস্থিতিতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। এসব মানুষ যাতে খাদ্যকষ্টে না ভোগেন এজন্য সিলেটের ফেঞ্চুগঞ্জ থানায় বিতরণ করা হয়েছে নানা খাদ্য সামগ্রী। ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় দাতা ব্যক্তিদের উদ্যোগে বুধবার  ফেঞ্চুগঞ্জ থানা প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণ করেন সিলেট জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন (পিপিএম)

বিতরণীতে নিয়মমাফিক দুরত্ব বজায় রেখে স্থানীয় ৮'শ দরিদ্র পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, লবন ও সাবান বিতরণ করা হয়।এসময় করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে নানা সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন তিনি। 
এতে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ইমাম মো. শাদিদ, গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, সদরের অতি. পুলিশ সুপার মো. লুৎফুর রহমান, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ও স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সিলেটভিউ২৪ডটকম/১ এপ্রিল ২০২০/এফইউ/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.