Sylhet View 24 PRINT

২য় দিনে ১৬ হাজার ৬শ পরিবারে সিসিক’র খাদ্য বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০২ ০০:১৩:৪১

সিলেট :: বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের কারণে কর্মহীন হয়ে পড়েছেন গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

এ ধরনের মানুষের সহযোগিতার জন্য গঠন করা হয় সিলেট সিটি কর্পোরেশনের ‘খাদ্য ফান্ড’।
 
গত কাল সিলেট নগরীর চারটি ওয়ার্ডে প্রায় ৩৭শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে সিলেট সিটি কর্পোরেশন।

তারই ধারাবাহিকতায় আজ বুধবার রাতে ২য় দিনের মতো নগরীর ৫, ৮, ১২, ১৫, ১৭ ও ২৩ নম্বর ওয়ার্ডে শ্রমজীবী ও কর্মহীন পরিবারের মানুষের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় সাতটি ওয়ার্ডের প্রায় ১৬ হাজার ৬শ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাল, পিয়াজ, আলু, তৈল, ডাল ও লবন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াস, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো: সিকন্দর আলী, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো: ছয়ফুল আমিন বাকের, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহানারা বেগম, সংরক্ষিত আসনের কাউন্সিলর কুলসুমা বেগম পপি, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাসুদা সুলতানা প্রমুখ।

মেয়র আরিফুল হক চৌধুরী জানান, পর্যায়ক্রমে সিলেটের প্রায় ৬৭ হাজার পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/২ এপ্রিল ২০২০/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.