Sylhet View 24 PRINT

যে কারণে ঢাকায় পাঠানো হল করোনা আক্রান্ত সিলেটের চিকিৎসককে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৮ ২০:২৬:০৩

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসককে (৪৫) ঢাকায় প্রেরণ করা হয়েছে।  সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রেখে তাকে অক্সিজেন দেয়া হচ্ছিল। কিন্তু শামসুদ্দিন হাসপাতালের আইসিইউ চালানোর মত দক্ষ লোকবলের অভাবে আজ বুধবার বিকেলে তাকে ঢাকায় পাঠানো হয়।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেটভিউকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শামসুদ্দিন হাসপাতালে দুইটি আইসিইউ রয়েছে। এগুলো চালাতে আলাদা লোকবল প্রয়োজন। ওসমানী হাসপাতালের আইসিইউ চালাতে যারা কাজ করছেন তারা সেখানেই ব্যস্ত থাকেন। সেখান থেকে শামসুদ্দিন হাসপাতালে জরুরিভাবে কেউ এসে চিকিৎসা দিতে যাতে বিলম্ব না হয় সেজন্য কোন রিস্ক না নিতে আক্রান্ত চিকিৎসককে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আইসিউইতে রেখে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। 

জানা গেছে, নগরীর একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সযোগে ওই চিকিৎসককে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, আক্রান্ত ওই চিকিৎসকের করোনার বিষয়টি নিশ্চিত করা হয় গত রবিবার রাতে। এরপর তাকে বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আইসিউইতে রেখে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। 

প্রসঙ্গত, ওই চিকিৎসক সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা। তিনি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক।

সিলেটভিউ২৪ডটকম/ ৮এপ্রিল ২০২০/জুনেদ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.