Sylhet View 24 PRINT

সিলেটে করোনা সন্দিগ্ধ ১৯৯ জন অধীর অপেক্ষায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৯ ১৫:৫৮:২০

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে গত সোমবার থেকে শুরু হয়েছে করোনাভাইরাস পরীক্ষার কার্যক্রম। এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে গত মঙ্গলবার ৯৬ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার পরীক্ষা করা হয়েছে আরও ২৪ জনের শারীরিক নমুনা।

এখন পর্যন্ত সিলেট বিভাগের ৩১৭ জনের নমুনা সংগ্রহ করে ওসমানী হাসপাতালে নেয়া হলেও দুদিনে পরীক্ষা হয়েছে ১১৮ জনের। বাকি ১৯৯ নমুনা এখনো পরীক্ষা হয়নি। আজ ও আগামীকাল সেগুলো পরীক্ষা করা হবে। ফলে এই ১৯৯ জন রয়েছেন রিপোর্টের জন্য অধীর অপেক্ষায়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি জানান, পরীক্ষা সম্পন্ন হওয়া ১১৮ জনের সকলের রিপোর্টই নেগেটিভ এসেছে। অর্থাৎ তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন। তবে তিনি সিলেটভিউ’র মাধ্যমে তাদেরকে এ সতর্ক থাকা আহবান জানিয়ে বলেন, আপাতত: তারা করোনামুক্ত হলেও তাদেরকে আরো বেশি করে সতর্ক থাকতে হবে।


সিলেটভিউ২৪ডটকম/৯ এপ্রিল ২০২০/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.