Sylhet View 24 PRINT

কানাইঘাটে করোনা প্রতিরোধ কমিটির সভা, ইবাদত বাড়িতে করার আহবান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৯ ১৭:৪১:৫০

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে পবিত্র শবে বরাতের ইবাদত নিজ নিজ বাসা বাড়িতে করার আহবান জানিয়েছেন উপজেলার বিশিষ্ট আলেমগণ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় তারা এ আহবান জানান।

এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা বারিউল করিম খানের সভাপতিত্বে সুরইঘাট মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল হক, গাছবাড়ি জামিউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির, প্রভাষক মাওলানা ড. ইব্রাহিম আলী, চতুল ইউপি’র চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন বলেন, ইসলামের দৃষ্টিতে দেশে প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারি দেখা দিলে নিজ নিজ বাসা বাড়িতে ইবাদত করার রেওয়াজ রয়েছে। তবে কোন ক্রমেই মসজিদে ফরজ নামাজ বন্ধ করা যাবে না। সেই জামাতে লোক সংখ্যা সীমিত হতে হবে। সরকারের ঘোষণা অনুযায়ী বর্তমান এই মহামারিতে জুম্মার নামাজে ১০ জন ও অন্যান্য ফরজ নামাজে ৫ জন হবেন। বাকি সবাই বাসা বাড়িতে নামাজ পড়তে হবে। সেই আলোকে আজ পবিত্র শবে বরাতের এ দিনে এশার নামাজেও কোন ব্যত্যয় ঘটবে না। কেবল মাত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, ইমাম, খতিব ও মুয়াজ্জিনসহ ৫ জন ব্যতিত বাকি সবাই বাসা বাড়িতে নামাজ পড়ে এই ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করার আহবান আহবান জানিয়েছেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকীর, সিনিয়র সাংবাদিক এমএ হান্নান, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুশন নানকা, মাসুদ আহমদ, আবুল হোসেন চতুলী, আলী হোসেন কাজল, ফখরুল ইসলাম, আব্বাস উদ্দিন, কানাইঘাট পৌরসভার কাউন্সিলর বিলাল আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক মাহবুবুর রশিদ সহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/৯ এপ্রিল ২০২০/মাহবুব/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.