Sylhet View 24 PRINT

সিলেটে ট্রাফিক পুলিশের অভিযান, ২৩ যানবাহন ডাম্পিংয়ে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-১০ ০০:২৮:১৪

সিলেটভিউ ডেস্ক :: করোনা ভাইরাস সম্পর্কে সরকার কর্তৃক গণপরিবহন নিষিদ্ধ করা সত্বেও ব্যাক্তিগত গাড়ীকে গণপরিবহণে রূপান্তরিত করায় অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর সুবিদবাজার, তেমুখি ও আম্বরখানা পয়েন্টে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ অনুযায়ী মামলা রুজু কার্যক্রম পরিচালিত হয়। এসময় মোট ২৩টি যানবাহন ডাম্পিং করা হয়।

নতুন সড়ক পরিবহন আইনে মামলা চলাকালে ১৭টি সিএনজি অটোরিকশা, ৩টি ব্যাটারি চালিত টমটম, ২টি ব্যাটারী চালিত রিক্সা ও ১টি মোটরসাইকেল ডাম্পিংয়ের মাধ্যমে পুলিশ লাইন্সে প্রেরণ করা হয়।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) আবুল খয়ের, টিআই নিখিল জিবন চাকমা, সার্জেন্ট সুবির তালুকদার, সার্জেন্ট সুজন দেবনাথ, টিএসআই মো. ওয়াহেদ ও স্পেশাল টিম-১।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

সিলেটভিউ২৪ডটকম/১০ এপ্রিল ২০২০/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.