Sylhet View 24 PRINT

দুই ফ্লাইটে সিলেট ছাড়লেন আরো ২৭২ ব্রিটিশ নাগরিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৬ ১৪:৩৬:৩৮

নিজস্ব প্রতিবেদক :: আরো ২৭২ ব্রিটিশ নাগরিক সিলেট ত্যাগ করেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি ফ্লাইটে তারা সিলেট ছাড়েন।

জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ বিমানপথে যোগাযোগব্যবস্থা বন্ধ রেখেছে। এরকম পরিস্থিতিতে সিলেটে বেশ কিছু সংখ্যক ব্রিটিশ নাগরিক (যারা বাংলাদেশি বংশোদ্ভূত) আটকা পড়েছিলেন। বিশেষ চার্টার্ড ফ্লাইটে এসব নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে ব্রিটিশ সরকার।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার আরো ২৭২ নাগরিককে দুটি অভ্যন্তরীণ চার্টার্ড ফ্লাইটে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারা আরেকটি চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্যে যাবেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে দুটি ফ্লাইটে ওসমানী থেকে ২৭২ ব্রিটিশ নাগরিক সিলেট ছেড়েছেন।

অবশ্য এসব যাত্রী সরাসরি যুক্তরাজ্যে যাননি। প্রথমে তাদেরকে বিমানযোগে ঢাকায় নেওয়া হয়। সেখানে দেশের অন্যান্য স্থানের যাত্রীদের নিয়ে যুক্তরাজ্যে যায় বিমান।

সবমিলিয়ে গত ২১ এপ্রিল থেকে আজ মঙ্গলবার (২৬ মে) পর্যন্ত দেড় সহস্রাধিক ব্রিটিশ নাগরিক সিলেট ছেড়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/২৬ মে ২০২০/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.