Sylhet View 24 PRINT

জৈন্তাপুরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৮ ২১:৫১:০৯

সিলেট :: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং চিকনাগুল বাজারের ব্যবসায়ী কামাল আহমদের উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২৮ মে) চিকনাগুল বাজারের চিকনাগুল ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন পালন করা হয়।

চিকনাগুল বাজারের ব্যবসায়ী ছাকেদ মিয়ার সঞ্চালনায় ও বাজারের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী।
মানববন্ধনে বক্তারা বলেন অবৈধভাবে বাজার দখল করতে গিয়ে বাজারের ব্যবসায়ী কামাল আহমদের উপর হামলা করে দৃষ্টতার পরিচয় দিয়েছে হামলাকারী। কামাল আহমদ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা  চিকনাগুলবাসী প্রশাসনসহ সকল মহলের নিকট এই হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। 
মানববন্ধনে কামাল আহমদের ৫ বছরের ছোট মেয়ে সুমাইয়া আক্তার রিমি তার বাবার উপর হামলাকারীদের  দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মছদ্দর আলী, বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি সাংবাদিক মো. ইসলাম আলী, ৫নং চিকনাগুল ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মক্তর আহমদ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন।
এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা যুবলীগ সদস্য তোতা মিয়া, বিশিষ্ট মুরুব্বি বশির আহমদ, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ নেতা কামরান আহমদ, হজরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ ছাত্রদলের সহসভাপতি বাবলু আহমদ, আহত কামাল আহমদের ছোট মেয়ে সুমাইয়া আক্তার রিমি, শুক্রবারী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল আহমদ, প্রচার সম্পাদক মনছুর আহমদ চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সেলিম আহমদ,  জমশেদ আলী প্রমুখ।
উল্লেখ্য, গত ২১ মে ৫নং চিকনাগুল ইউনিয়নের স্থানীয় প্রভাবশালী তার দলবল নিয়ে বেআইনীভাবে বাজার দখল করতে গেলে বাজারের ব্যবসায়ী কামাল আহমদ প্রতিবাদ করেন। এসময় কামাল আহমদের উপর সশস্ত্র হামাল চালিয়ে তাকে মারাত্মক আহত করে মৃত ভেবে ফেলে রেখে যায় হামলাকারীরা।
সিলেটভিউ২৪ডটকম/২৮ মে ২০২০/প্রেবি/এসএইচ 

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.