Sylhet View 24 PRINT

করোনা: অবশেষে সুনামগঞ্জেও সেই ‘ধাক্কা’!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০১ ১৯:৫৭:৪১

জ্যেষ্ঠ প্রতিবেদক :: করোনাভাইরাস ভয়ঙ্কর এক মহামারি। এই ভাইরাসের ছোবলে বিশ্বের ৬১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারাও গেছেন সাড়ে ৩ লাখেরও বেশি মানুষ। বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা ৬৭৩। তন্মধ্যে সিলেট বিভাগের ২০ জনও আছেন।

মৃত্যুর দিক দিয়ে সিলেট বিভাগে ব্যতিক্রম ছিল সুনামগঞ্জ জেলা। এ বিভাগের অন্য তিন জেলায় করোনাক্রান্ত ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটলেও সুনামগঞ্জে মৃতের সংখ্যা ছিল শূন্যতে।

তবে মৃত্যুর ধাক্কা লেগেছে সুনামগঞ্জেও। এ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকার আব্দুল হক করোনাক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সোমবার দুপুরে তিনি মারা যান বলে জানিয়েছেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা রাজীব চক্রবর্তী।

এর আগে গত ২৯ মে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন আব্দুল হক।

আব্দুল হকের মৃত্যুর মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলায় করোনায় মৃতের তালিকা শুরু হলো।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছেন, করোনায় সিলেট বিভাগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ৪ এপ্রিল। ওইদিন মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাঞ্চু মিয়া নামের এক ব্যক্তি মারা যান।

এখনও পর্যন্ত সিলেট বিভাগের সিলেট জেলায় ১৪ জন, সুনামগঞ্জে ১ জন, মৌলভীবাজারে ৪ জন ও হবিগঞ্জে ১ জন মারা গেছেন করোনায়।

সিলেটভিউ২৪ডটকম/১ জুন ২০২০/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.