Sylhet View 24 PRINT

শিক্ষক হতে চায় মারজানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০১ ২১:৩৯:০০

নিজস্ব প্রতিবেদক :: একজন আদর্শ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে মারজানা আক্তার। সে এবছর মাধ্যমিক স্কুল (এসএসসি) পরীক্ষায় সিলেটের স্বনামধন্য বিদ্যাপীঠ সিরাজ উদ্দিন আহমদ একাডেমী থেকে জিপিএ-৫ পেয়েছে।

 তার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রামে। তার পিতা আব্দুল হান্নান আবুল পেশায় ট্রাক চালক ও মাতা শাহনাজ আক্তার  শিউলি গৃহিনী। বাবা-মা'র একমাত্র সন্তান মারজানা পিইসি ও জেএসসি পরীক্ষায়ও কৃতিত্বের সাক্ষর রেখেছে। 
মারজানা জানায়, ‘আমি লেখাপড়া করে প্রথমে একজন ভালো মানুষ হতে চাই। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে চাই ও দেশের মানুষের সেবা করতে চাই। সবশেষে একজন আদর্শ শিক্ষক হয়ে নতুন প্রজন্মকে আলোর দিকে ফেরাতে চাই। কারণ শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। আমি নিজের কাজের মাধ্যমে সেই স্বাক্ষর রাখতে চাই।’
পরর্বতী সকল পরীক্ষায় ভালো ফলাফল ও শিক্ষক হওয়ার স্বপ্নপূরণে মারজানা সকলের কাছে দোয়া র্প্রাথী।
সিলেটভিউ২৪ডটকম/১ জুন ২০২০/টিআই/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.