Sylhet View 24 PRINT

করোনা: সুনামগঞ্জে হাজার ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০১ ২১:৩৫:৩৯

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় করোনাক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের পিসিআর ল্যাবে আরো ২৭ করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জনই সুনামগঞ্জের। বাকি দুজন সিলেটের। আজ বুধবার ল্যাবে নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক সিলেটভিউকে জানান, আজ শাবির ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে সিলেট জেলার নমুনা ছিল ৪৭টি। বাকিগুলো সুনামগঞ্জ জেলার।

তিনি জানান, নমুনা পরীক্ষায় ২৭ জন করোনাক্রান্ত শনাক্ত হন। তন্মধ্যে সুনামগঞ্জের ২৫ জন, সিলেটের ২ জন।

এদিকে, আজ হবিগঞ্জ জেলায় ১১৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭০ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।

সবমিলিয়ে সিলেট বিভাগে শনাক্তকৃত রোগীর সংখ্যা এখন ৪ হাজার ৮২৮ জন।

তন্মধ্যে সিলেট জেলায় ২৫৫২ জন, সুনামগঞ্জে ১০১৫, হবিগঞ্জ জেলায় ৭২২ জন এবং মৌলভীবাজার জেলায় ৫৩৯ জন রোগী রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/১ জুলাই ২০২০/পিডি/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.