Sylhet View 24 PRINT

সিলেট বিভাগে ট্যাঙ্কলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৪ ১৯:৪৮:২১

সিলেট :: সিলেটে ট্যাঙ্কলরি শ্রমিকদের উপর ‘হামলার’ প্রতিবাদে ও ‘সাজানো মামলা’ প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয়া হয়েছিল। এর মধ্যে শনিবার সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ ট্যাঙ্কলরি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। বেলা ২টায় হবিগঞ্জের তেলিয়াপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ট্যাঙ্কলরি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির নেতারা বলেন, ‘মহামারী করোনাভাইরাস চলাকালে তেল সরবরাহ বন্ধ রাখলে দেশের জনগণ অনেক কষ্টের মধ্যে পড়বে এবং ভোগান্তির স্বীকার হবেন।’

‘জনগণের কষ্টের কথা বিবেচনা করে’ আপাতত কর্মবিরতি স্থগিত করতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আহবান জানান। কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুরোধে সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ কর্মবিরতি স্থগিত ঘোষণা করেন।

সভায় বক্তারা বলেন, ‘সিলেট রেলওয়ে থানা কর্তৃক কোন ট্যাঙ্কলরি শ্রমিককে গ্রেফতার করলে সাথে সাথে সর্বস্তরের শ্রমিকবৃন্দ পুনরায় সারাদেশব্যাপী কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।’

পূর্বাঞ্চল কমিটির আহবায়ক ও বাংলাদেশ ট্যাঙ্কলরি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে জরুরী সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল মতিন মুন্সি, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, পূর্বাঞ্চল কমিটির সদস্য যথাক্রমে চট্টগ্রাম বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, কুমিল্লা ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, ফেনী জেলা ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হাই সুমন, সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ।

উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি কাউছার আহমদ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক গোলাপ খান, সদস্য আব্দুল জলিল, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ফায়ছাল মিয়া, সহ সভাপতি সেলিম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কাশেম,  সাংগঠনিক সম্পাদক আজমল আলী,  অর্থ সম্পাদক বেনু মিয়া, দপ্তর সম্পাদক নুর ইসলাম,  প্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গেল ২৯ জুন রেলওয়ে সিলেটের উপ-সহকারী প্রকৌশলী (কার্য) আকবর হোসেন মজুমদার লরি রাখাকে কেন্দ্র করে ‘শ্রমিকদের ওপর হামলা চালান’ বলে অভিযোগ ওঠে। এতে কয়েকজন শ্রমিক ‘আহত হন’। হামলার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট বিভাগে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়।

সিলেটভিউ২৪ডটকম/৪ জুলাই ২০২০/ প্রেবি/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.